বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক সাংবাদিক সমাজের

Other

বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ। বিএফআইইউর তলবি চিঠিতে ১১ শীর্ষ সাংবাদিকদের ব্যাংক হিসাবের প্রতিবাদে রোববার জাতীয় প্রেসক্লাব চত্ত্বরে এক সমাবেশে সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা এই ডাক দেন।

এসময় সাংবাদিক নেতারা বলেন, সংগঠনকে লক্ষ্য করে যেভাবে তথ্য চাওয়া হয়েছে, সেটি গভীর ষড়যন্ত্রের অংশ।

রোববার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে ১১ শীর্ষ সাংবাদিক নেতার ব্যাংক হিসাবে চাওয়ার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় প্রেসক্লাব, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিক নেতারা এই সমাবেশের আয়োজন করে।

শীর্ষ সংগঠনগুলোর নেতারা প্রতিবাদ সমাবেশে বলেন, এই ঘটনা সাংবাদিক ও রাষ্ট্রের সাথে গভীর ষড়যন্ত্রের অংশ। বলেন, জনসম্মুখে সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাব প্রকাশ করতে হবে।  

সমাবেশে জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বলেন, সংবাদপত্রের স্বাধীনতাকে ঠেকিয়ে রাখার জন্যই সাংবাদিক নেতাদের ব্যাংক হিসাবে চাওয়া।

 

জাতীয় প্রেসক্লাবের সভাপতি বলেন, একটি গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে সাংবাদিক সমাজকে মুখোমুখি দাড় করানো হচ্ছে বলেন জানান তিনি।

বিএফইউজের সভাপতি বলেন সংগঠন ও রাজনৈতিক মতকে সামনে রেখে যেভাবে হিসাব চাওয়া হয়েছে তা নজিরবিহীন।

আন্দোলনের ধারাবাহিতকায় আগামী বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বলে জানায় সাংবাদিক নেতারা।

আরও পড়ুন:


পাঁচ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

এই হচ্ছে বিএনপি, আর সব দোষ আওয়ামী লীগের?

রাজপথে নামার আহ্বান মোশাররফ-মান্নার

বাগেরহাটে ৩ ঘণ্টা পর প্লাইউড ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে


news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর