বাংলাদেশে এখন কোন স্বপ্নবান তরুণ উদ্যোক্তা দেখলেই ভয় লাগে। ইভ্যালির রাসেল যে ক্ষতিটা করে গেল তা অপূরণীয়।
তাহসান-মিথিলা ব্যক্তিগত জীবনের স্পর্শকাতর বিষয় নিয়ে লাইভে এসেছিলেন অকপট আলাপে। আপাত দৃষ্টিতে এটি শুনতে ভাল মনে হলেও এটি ছিল স্পন্সর্ড।
আরও পড়ুন:
ঘরের মাঠে ২-১ গোলে পিএসজি'র জয়
পাকিস্তানের কাছ থেকে ১২টি জঙ্গিবিমান কিনবে আর্জেন্টিনা
রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ
বাংলাদেশের তারকারা আধুনিক হয়েছেন। বিবাহ বিচ্ছেদকে সামাজিক ট্যাবুর বাইরে নিয়ে আসতে চেষ্টা করছেন। কিন্তু অতি ব্যক্তিগত সাংসারিক প্যাঁচালিকে যখন প্রকাশ্যে নির্লজ্জের মত পণ্য করে তোলে তখন সবটাই কেমন মেকি লাগে। এই দেশের তারকাদের দেখলেই এখন ছোটলোক ছোটলোক লাগছে। কি সাংঘাতিক!
পুরো ঘটনাগুলো চিন্তা করে সাংঘাতিক বমির উদ্রেক হচ্ছে।
(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv রিমু