ঝিনাইদহে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ!
আদালতে মামলা

ঝিনাইদহে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ!

শেখ রুহুল আমিন, ঝিনাইদহ

ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে অতিদরিদ্রদের জন্য বরাদ্দকৃত ৪০ দিনের কর্মসূচির টাকা জাল স্বাক্ষর করে উত্তোলন করে আত্মসাতের অভিযোগ উঠেছে।

এই ঘটনায় ওই ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর সাইদুল ইসলাম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান ও পিআইওসহ ৪জনকে আসামি ঝিনাইদহ আদালতে একটি মামলা দায়ের করেছেন। প্রকল্পের সভাপতির স্বাক্ষরিত একটি অভিযোগপত্র দুর্নীতি দমন কমিশন, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

আদালত মামলাটি আমলে নিয়ে (পিবিআই) পুলিশের কর্মকর্তা সোহেল আহমেদকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার আসামীরা হলো: ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, ট্যাক অফিসার জবা খাতুন, উপ-সহকারী প্রকৌশলী হাবিবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ আব্দুর রহমান।

এব্যাপারে চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল জানান, অতিদরিদ্রদের কর্মসুচির টাকা পিআই্ও অফিসের নির্দেশ অনুযায়ী উঠানো হয়েছে। আমরা বুঝতে পারিনি, পরবর্তীতে এই ভুল আর হবে না।

হরিণাকুন্ডু উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মুহাম্মদ আব্দুর রহমান জানান, এ ধরনের নির্দেশ পিআইও কখনো দেয় না।

আমরা টাকাগুলি স্ব-স্ব শ্রমিকের একাউন্টে প্লেস করে দিয়েছি। নিয়ম রয়েছে চেকের মাধ্যমেই শ্রমিকদের টাকা পরিশোধ করতে হবে।

 

(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর