চতুর্থ শ্রেণির ব্যাংকের চাকরিতে ১২ পদে উচ্চশিক্ষিতদের ২ হাজার আবেদন!

ফাইল ছবি

চতুর্থ শ্রেণির ব্যাংকের চাকরিতে ১২ পদে উচ্চশিক্ষিতদের ২ হাজার আবেদন!

অনলাইন ডেস্ক

ঘটনা ভারতের। জলপাইগুড়ি রাজ্যের কেন্দ্রীয় সমবায় ব্যাংকে ১২টি শূন্যপদে চতুর্থ শ্রেণির কর্মী নিয়োগের পরীক্ষায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২২০০ জন আবেদনপত্র জমা দেন। এর মধ্যে রয়েছেন এমএ, বিএড, গ্র্যাজুয়েট, এমনকি এমবিএ, বিবিএ উত্তীর্ণেরাও। খবর আনন্দবাজার পত্রিকার।

রবিবার শহরের ছয়টি কেন্দ্রে পরীক্ষা হয়েছে। শেষ পর্যন্ত এতে ১৫,০১৩ জন লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ব্যাংকের মুখ্য নির্বাহী আধিকারিক তপন বন্দ্যোপাধ্যায় জানান।

জলপাইগুড়ি ও উত্তরবঙ্গের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকেও পরীক্ষা দিতে এসেছিলেন অনেকেই। অঙ্ক, ইংরেজি ও সাধারণ জ্ঞানের পরীক্ষা হয়েছে।

সাধারণ জ্ঞানের প্রশ্ন ছিল পৃথিবীর উষ্ণতম মহাদেশ কোনটি? ইন্দিরা গান্ধীর সমাধিক্ষেত্রের নাম কী? ভারতের কোথায় প্রবাল প্রাচীর দেখতে পাওয়া যায়? ইত্যাদি।

মোনালিসা ঘোষ নামের এক পরীক্ষার্থী বাংলায় এমএ করে বিএড করেছেন। তিনি বলেন, ‘‘চাকরি কোথায়! চাকরির জন্য হন্যে হতে হচ্ছে। তাই এখন আর শিক্ষাগত যোগ্যতার কথা না ভেবে যে কোনও চাকরির পরীক্ষাতেই বসছি। ’’

শিলিগুড়ি থেকে বাইক নিয়ে পরীক্ষা দিতে এসেছিলেন দেবাশিস বর্মণ। এমএ পাশ করে তিনি গবেষণা করছেন। তাঁর কথাতেও একই সুর, ‘‘শিক্ষাগত যোগ্যতার কথা ভেবে এখন আর কোনও লাভ নেই। ’’

রও পড়ুন:

ধীর জীবন মানেই অলস জীবন নয়

একটি হটডগ আয়ু কমাতে পারে ৩৬ মিনিট পর্যন্ত!

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

তৃতীয় স্বামীর কাছে শুধু বিচ্ছেদই নয়, খরচও চাইলেন শ্রাবন্তী


আরেক গ্র্যাজুয়েট অরিন্দম সিংহ একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন। তিনি বলেন, ‘‘বেসরকারি ব্যাংকের চাকরির কোনও নিরাপত্তা নেই। কঠোর পরিশ্রম করতে হয়। তাই সরকারি ব্যাংকে যদি চতুর্থ শ্রেণির কর্মী হিসেবেও যোগ দিতে পারি সেই আশায় পরীক্ষা দিলাম। ’’

ব্যাংকের মুখ্য নির্বাহী আধিকারিক তপন বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘শিক্ষিত যুবক-যুবতীর সংখ্যা বাড়ছে প্রতিদিন। কর্মসংস্থানের তেমন সুযোগ না পেয়েই উচ্চশিক্ষিতেরাও এখন যে কোনও পদের জন্য আবেদন জানাচ্ছেন। ’’ 

শীঘ্রই লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হবে বলে জানান তিনি। তার পর সরাসরি উত্তীর্ণদের ইন্টারভিউয়ে ডাকা হবে বলে জানান তিনি।

news24bd.tv/ নকিব