ফরিদপুরে পদ্মায় ট্রলার ডুবির ঘটনার ২৬ দিন পর নিখোঁজ শিক্ষক আলমগীর হোসেনের (৪১) লাশ পদ্মা সেতুর নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ।
পদ্মা সেতুর শরীয়তপুরের জাজিরার ৫নং পিলারের নিকটবর্তী মাঝির চর এলাকায় রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে ওই শিক্ষকের লাশ ভাসতে দেখে এলাকাবাসী। পরে, জানাজানি হলে আলমগীর হোসেনের মরদেহ উদ্ধার করেছে জাজিরা নৌপুলিশ।
এ তথ্য নিশ্চিত করেছেন ফরিদপুরের কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম,এ জলিল।
জানা যায়, শিক্ষক আলমগীর ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারি শিক্ষক ছিলেন।
আরও পড়ুন:
কনক সারোয়ারের সাথে বিএনপি নেতার কথোপকথন (অডিও) ফাঁস!
বিয়ের দিন সকালেই ধর্ষণের শিকার তরুণী, রাতে ভেঙে গেল বিয়ে!
সোমবার যে আমলটি করলে মনের আশা পূরণ হবে!
ট্রফি জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাব: তামিম
উলেখ্য, ফরিদপুর শহর থেকে গত মাসের (২৫ আগস্ট) বিকেল ৩ টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৪ জন শিক্ষক।
ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ হন।
NEWS24.TV / কামরুল