ভোলার লালমোহনে পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নান বেপারিকে কুপিয়ে হত্যার ঘটনায় তার স্ত্রী নুর নাহার বেগমকে আটক করেছে পুলিশ। গতকাল রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ।
পুলিশের জিজ্ঞাসাবাদে স্বামী মান্নানকে হত্যার দায় স্বীকার করেছে নুর নাহার।
নিহত আব্দুল মান্নান (৪০) ধলীগৌরনগর ইউনিয়নের চতলা গ্রামের মৃত নজির আহম্মেদের ছেলে।
আরও পড়ুন:
প্রেমিকের সঙ্গে বিয়ে না দেওয়ায় বাবা-মাকে বিষ খাওয়ালো তরুণী
ঘরের মাঠে ২-১ গোলে পিএসজি'র জয়
পাকিস্তানের কাছ থেকে ১২টি জঙ্গিবিমান কিনবে আর্জেন্টিনা
রাজধানীর যেসব মার্কেট বন্ধ থাকবে আজ
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদ বলেন, পারিবারিক কলহের জেরে আব্দুল মান্নানকে হত্যা করেছে তার স্ত্রী নুর নাহার। রোববার সন্ধ্যার পর পুলিশ উপজেলার বালুরটেক নামক এলাকা থেকে তাকে আটক করেছে। রাতেই নিহতের ভাই মোতালেব হোসেন বাদী হয়ে লালমোহন থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর আগে সকাল ৬টার দিকে স্বামীকে কুপিয়ে হত্যা করে নুর নাহার।
news24bd.tv রিমু