সংকট কাটাতে ম্যাক্রোঁকে ফোন করবেন বাইডেন

সংকট কাটাতে ম্যাক্রোঁকে ফোন করবেন বাইডেন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত নতুন নিরাপত্তা জোট গঠন এবং প্যারিসের সঙ্গে সাবমেরিন চুক্তি বাতিল করা বিষয়ে যুক্তরাষ্ট্র-ফ্রান্সের মধ্যে কূটনৈতিক টানাপোড়ন সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করতে আলোচনার পরিকল্পনা করছেন দুই দেশের প্রেসিডেন্ট জো বাইডেন ও ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তালের বরাত দিয়ে নিউজ চ্যানেল বিএফএম টিভি জানায়, যুক্তরাষ্ট্রের নেতা ম্যাক্রোঁর সঙ্গে কথা বলতে চেয়েছেন এবং শিগগিরই তাদের মধ্যে একটি ফোনালাপ হবে।   
অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি বাতিলের বিষয়ে ফ্রান্স যুক্তরাষ্ট্রের কাছে ‘ব্যাখ্যা’ চায় বলে জানিয়েছেন তিনি।

গত সপ্তাহে ১২টি প্রচলিত ডিজেল-বৈদ্যুতিক সাবমেরিন তৈরির জন্য ফরাসি মালিকানাধীন নৌবাহিনী গ্রুপের সঙ্গে ৬৬ বিলিয়ন ডলারের একটি চুক্তি বাতিল করে অস্ট্রেলিয়া। পাঁচ বছর আগের চুক্তি বাতিল করায় প্রতিক্রিয়া জানিয়েছে ফ্রান্সও।

রও পড়ুন:

ধীর জীবন মানেই অলস জীবন নয়

একটি হটডগ আয়ু কমাতে পারে ৩৬ মিনিট পর্যন্ত!

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

তৃতীয় স্বামীর কাছে শুধু বিচ্ছেদই নয়, খরচও চাইলেন শ্রাবন্তী


এই চুক্তি ভেঙে যাওয়ার মূল কারণ হিসেবে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ও ব্রিটেনের নিরাপত্তা জোট ঘোষণা করা মনে হচ্ছে। এই চুক্তিতে অস্ট্রেলিয়া বাকি দুই দেশের কাছ থেকে অন্তত আটটি পারমানবিক সাবমেরিন পাবে।

যুক্তরাষ্ট্র ও ব্রিটিশ পারমাণবিক প্রযুক্তির এই ধরনের অংশীদারত্বকে দায়িত্বজ্ঞানহীন বলে নিন্দা করেছে চীন।

news24bd.tv/ নকিব