রোমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রোমে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Other

বাংলাদেশ ক্রীড়া সংস্থা ইতালির আয়োজনে এবং বাংলাদেশ দূতাবাস রোমের সার্বিক সহযোগিতায় মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ বর্ণাঢ্য উদ্বোধন করা হয়েছে।

রোমের একটি  মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সভাপতি হাজী জসিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রশিদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. শামীম আহসান।

আরও পড়ুন:


কনক সারোয়ারের সাথে বিএনপি নেতার কথোপকথন (অডিও) ফাঁস!

বিয়ের দিন সকালেই ধর্ষণের শিকার তরুণী, রাতে ভেঙে গেল বিয়ে!

সোমবার যে আমলটি করলে মনের আশা পূরণ হবে!

ট্রফি জয়ের ঘোষণা দিয়ে বিশ্বকাপে যাব: তামিম


বিশেষ অতিথি ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল।

 

এ সময় বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার পরিচালক সাজ্জাদুল কবির, সিনিয়র সহ সভাপতি আবু তাহের সহ রোমের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।  

মোট ১০টি দল অংশগ্রহণ করেন। রাষ্ট্রদূত প্রধান অতিথির বক্তব্যে বলেন, খেলাধুলা সহ প্রবাসীদের সকল ভাল কাজের সাথে দূতাবাস বীগতদিনে সম্পৃক্ত ছিল আগামীতেও থাকবে।  

NEWS24.TV / কামরুল