আজ থেকে প্রায় ১০ মাস আগে ইভ্যালি নিয়ে একটা নেগেটিভ নিউজ করেছিলাম। যেই গ্রাহকের ইন্টারভিউ নিয়েছিলাম উনি সেচ্ছায় আমাকে ইন্টারভিউ দিলেও পরে তার হাসবেন্ড এবং তিনি মিলে আমাকে যাচ্ছেতাই বলেছিলেন।
সম্ভবত লাস্ট টেক্সট ছিলো, "আপনাকে ভালো সাংবাদিক মনে করতাম, কিন্তু দেখি আপনি আসলে একটা হলুদ সাংবাদিক। " সেদিন তাকে কিছু বলিনি চুপ করেছিলাম।
আমার মনে হয়না ঐ মহিলা বা তার হাসবেন্ডকে আমার আর কোন উত্তর দেয়ার প্রয়োজন আছে। এতদিনে নিশ্চই তিনি তার উত্তর পেয়ে গেছেন।
এখন আসেন একটা তথ্য দেই, ইভ্যালি, ই-অরেঞ্জ সহ মোট ১৯টি ই-কমার্স প্রতিষ্ঠানের নামে এ পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কাছে অভিযোগ জমা পড়েছে ১৯৩০৪টি। দুটি প্রতিষ্ঠানের মালিক আইনের আওতায় থাকায় নিষ্পত্তি করা যাচ্ছে না ইভ্যালি-ই অরেঞ্জের অভিযোগ গুলোও।
আরও পড়ুন:
একটি হটডগ আয়ু কমাতে পারে ৩৬ মিনিট পর্যন্ত!
ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?
তৃতীয় স্বামীর কাছে শুধু বিচ্ছেদই নয়, খরচও চাইলেন শ্রাবন্তী
এই পুরো ঘটনা থেকে আমি শিখলাম হাতের সামনে মুঠো ধরে কেউ যদি বলে আমি হিমালয়কে বিশ্বাস করিনা, তাতে হিমালয়ের কিছু যায় আসে না...।
রিশাদ হাসান, লেখক, সাংবাদিক
(সোশ্যাল মিডিয়া বিভাগের লেখার আইনগত ও অন্যান্য দায় লেখকের নিজস্ব। এই বিভাগের কোনো লেখা সম্পাদকীয় নীতির প্রতিফলন নয়। )
news24bd.tv/ নকিব