রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, ৮ শিক্ষার্থীর মৃত্যু

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ে বন্দুক হামলা, ৮ শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন ডেস্ক

বন্দুকধারীর গুলিতে রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে অন্তত আটজন মারা গেছেন। এই ঘটনায় অনেকেই আহত হয়েছেন।

স্থানীয় সময় সোমবার সকালে ওই হামলাকারী ক্যাম্পাসে ঘোরাফেরা করার এক পর্যায়ে এলোপাতাড়ি গুলি করতে থাকেন। খবর বিবিসির।

রাজধানী মস্কো থেকে ১৩০০ কিলোমিটার (৮০০ মাইল) দূরে পার্ম স্টেট বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে হামলার ঘটনাটি ঘটে। শিক্ষার্থী ও শিক্ষকরা হামলার সময়  ভবনের ভেতরে ঢুকে নিজেদের রক্ষা করেন। অনেকেই ফটকের বাইরে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করেন।

রয়টার্স জানিয়েছে, পের্ম স্টেট বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞ চালিয়ে হামলাকারী নিজেই নিজেকে গুলি করেন।

পরে তার মৃত দেহ উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষকারী বাহিনী।

রও পড়ুন:

ধীর জীবন মানেই অলস জীবন নয়

একটি হটডগ আয়ু কমাতে পারে ৩৬ মিনিট পর্যন্ত!

ইভ্যালি ধরলেও সমস্যা, ছাড়লেও সমস্যা! কোথায় যাবেন ফারিয়া?

তৃতীয় স্বামীর কাছে শুধু বিচ্ছেদই নয়, খরচও চাইলেন শ্রাবন্তী


এদিকে প্রাথমিক তদন্তে রাশিয়ার তদন্ত কর্মকর্তাদের কমিটি জানিয়েছে, হামলাকারী সম্ভবত বিশ্ববিদ্যালয়েরই একজন শিক্ষার্থী।

news24bd.tv/ নকিব