দেশীয় নামিদামী কোম্পানির ওষুধের পাশাপাশি নকল হচ্ছে বিদেশি ওষুধও

Other

দেশীয় নামিদামী কোম্পানির ওষুধের পাশাপাশি নকল হচ্ছে বিদেশি ওষুধও। মিটফোর্ডকেন্দ্রিক একাধিক চক্র নকল করে তৈরি করছে। আর কুরিয়ারের মাধ্যমে এসব নকল ঔষধ ছড়িয়ে দিচ্ছে সারা দেশে।  

শনিবার নকল ঔষধসহ ৩ জনকের গ্রেপ্তারের পর এসব জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

জন্মনিয়ন্ত্রণ পিল, শরীর ব্যাথাসহ দেশি বিদেশি নানা ওষুধের সমাহার। দেখে বোঝার উপায় নেই সবই নকল।  

গত দুই মাসে ডিবি’র লালবাগ বিভাগ অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে এসব নকল ঔষধ উৎপাদন-বাজারজাতকরণ চক্রের অন্তত ১৯ সদস্যকে। সবশেষ শনিবার ডিবি পুলিশ মিটফোর্ড এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে।

 

ডিবি বলছে, তিনজনেরই রয়েছে একাধিক গোডাউন ও ফার্মেসি। এসব গোডাউনে তারা নকল ওষুধ রেখে দেশের বিভিন্ন জেলার ফার্মেসির মালিকদের চাহিদার ভিত্তিতে অর্ডার নিয়ে বাজারজাত করে।

আরও পড়ুন:


বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রীর আপত্তিকর ছবি ফেসবুকে দেওয়ায় ৭ বছরের 

নিউইয়র্কে আওয়ামী লীগ-বিএনপি মারপিট (ভিডিও)

স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ৩০ বছরের কারাদণ্ড

যে ২৬টি ই-কমার্স প্রতিষ্ঠান গোয়েন্দা নজরদারিতে


ঔষধ প্রশাসন অধিদপ্তরের দাবি তারা বিভিন্ন সময় অভিযান পরিচালনা করছে। তবে এরপরেও কেনো বাজারে নকল ঔষধের সরবরাহ বন্ধ করা যাচ্ছেনা তার সদুত্তর নেই তাদের কাছে।

প্রকাশ্যে যারা এসব নকল ওষুধ বিক্রি করছে তাদেরকেও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ।