শরীরের বাইরে শিশুর হৃদপিণ্ড, ব্যয়বহুল বলে হচ্ছে না চিকিৎসা

শরীরের বাইরে শিশুর হৃদপিণ্ড, ব্যয়বহুল বলে হচ্ছে না চিকিৎসা

অনলাইন ডেস্ক

শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্ম নিয়েছে এক নবজাতক। বরিশালের আগৈলঝাড়ায় এই ঘটনা ঘটে।

সেখানকার স্থানীয় একটি ক্লিনিকে গত বৃহস্পতিবার অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়।

চিকিৎসকরা জানিয়েছেন, হৃদপিণ্ড শিশুর শরীরের ভেতরে স্থাপন করা সম্ভব।

তবে এ চিকিৎসা অনেক ব্যয়বহুল। যার জন্য দরকার ৮ থেকে ১০ লাখ টাকা।

টাকার অভাবে এই চিকিৎসা শুরু করতে পারেননি রমেন-অপু দম্পতি। সন্তানকে বাঁচাতে সবার সহযোগিতা চেয়েছেন তারা।

শিশুটির বাবা-মা জানান, জন্মের পরই দেখতে পান নবজাতক কন্যার হৃদপিণ্ড শরীরের বাইরে। সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শে মেয়েকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

সেখানকার চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে ঢাকা শিশু হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের পাঠানো হয় রাজধানীর বারডেম হাসপাতালে।


আরও পড়ুন

সারাদেশের কুরিয়ার `সদাগর এক্সপ্রেস`

স্বাস্থ্যের সাবেক ডিজির বিরুদ্ধে চার্জশিট

নুসরাতকে সাবেক স্বামীর আইনি নোটিশ


বারডেমের চিকিৎসকরা জানান, শিশুটিকে আইসিইউতে ভর্তিসহ অপারেশনের জন্য খরচ হবে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকা।

চিকিৎসার জন্য এত টাকা না থাকায় আবার শিশুটিকে ঢাকা থেকে ফেরত এনে স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত