কুকুরের জন্য বিমানের কেবিন

কুকুরের জন্য বিমানের কেবিন

অনলাইন ডেস্ক

এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসের পুরো একটা কেবিন ভাড়া করা হয় পোষা কুকুরের জন্য। ভারতের চেন্নাই থেকে মুম্বাইগামী এয়ার ইন্ডিয়ার বিমানে এই ব্যবস্থা করা হয়। আকাশ ভ্রমণে কুকুরটির আরাম আয়েসের ব্যবস্থা করাই হলো কুকুরটির মালিকের লক্ষ্য। টাইমস্ অফ ইন্ডিয়া এই খবরটি প্রকাশ করেছে।


আরও পড়ুন

শরীরের বাইরে শিশুর হৃদপিণ্ড, ব্যয়বহুল বলে হচ্ছে না চিকিৎসা

সারাদেশের কুরিয়ার `সদাগর এক্সপ্রেস`

স্বাস্থ্যের সাবেক ডিজির বিরুদ্ধে চার্জশিট

নুসরাতকে সাবেক স্বামীর আইনি নোটিশ


এয়ার ইন্ডিয়ার ১২ আসন বিশিষ্ট জে-ক্লাস কেবিনটি ভাড়া করা হয় পোষা কুকুরটির জন্য। এই ফ্লাইটের পুরো বিজনেস ক্লাস ফাঁকা ছিল, যাত্রী ছিল দু-একজন মানুষ এবং পোষা প্রাণী। দুই ঘণ্টার ওই ফ্লাইটের জন্য আড়াই লাখ রুপি ব্যয় করেন তিনি। এর আগেও এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে কুকুর ভ্রমণ করেছে।

তবে ধারণা করা হয় এই প্রথম বিজনেস ক্লাসের পুরো কেবিন কোনও পোষা প্রাণীর জন্য ভাড়া করা হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত