প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন: ইসি সচিব

প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন: ইসি সচিব

অনলাইন ডেস্ক

প্রথম ধাপের স্থগিত ১৬০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ হয়েছে আজ।   এসময় নির্বাচনী সহিংসতায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এ প্রসঙ্গে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়েছেন।

তিনি বলেন, সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৬০টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হয়েছে।

এ সময় সহিংসতায় কক্সবাজারে দুজনের মৃত্যু হয়েছে। আর গতকাল খুলনার মোংলায় একজন মারা গেছেন। এছাড়া ২৪ জন সংঘর্ষে আহত হয়েছেন। এসব ঘটনা ছাড়া নির্বাচন সুষ্ঠু হয়েছে।

আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কেন এই সহিংসতা এমন প্রশ্নের উত্তরে হুমায়ুন কবীর খোন্দকার বলেন, আসলে প্রার্থীরা ইমোশনাল হয়ে সহিংসতায় জড়িয়ে গেছে। এ ছাড়া একটি ভোটকেন্দ্রে সন্ত্রাসীরা ব্যালট ছিনতাইয়ের সময় আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে গোলাগুলিতে একজন মারা যান।

আরও পড়ুন:


২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য ৬০ হাজার মেগাওয়াট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নতুন লুকে পর্দায় ফিরছেন শুভ!


অনিয়মের অভিযোগে, নোয়াখালীর জেলার পাঁচটি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয় বলেও জানিয়েছেন ইসির এই মুখপাত্র।

news24bd.tv নাজিম