নিরপেক্ষ ইসি বিএনপির মূল লক্ষ্য নয়: ইনু

নিরপেক্ষ ইসি বিএনপির মূল লক্ষ্য নয়: ইনু

অনলাইন ডেস্ক

জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন (ইসি) বিএনপির মূল লক্ষ্য নয়। তাদের উদ্দেশ্য দুর্নীতিবাজ, তারেক-খালেদা জিয়া, যুদ্ধাপরাধী ও জামায়াতকে রক্ষা করা।  

আজ দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বহলবাড়িয়া ইউনিয়নের কেএনবি মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন শেষে এ কথা বলেন তিনি।

ইনু বলেন, নির্বাচনকে বিএনপি গণতন্ত্রের অংশ হিসেবে না দেখে, একটি অস্বাভাবিক পরিস্থিতি ও চক্রান্তের কৌশল হিসেবে ব্যবহার করছে।

  

তিনি আরও বলেন, নির্বাচনকে দেখার মাপকাঠির চশমাটা বিএনপির এখনো ঠিক না, তাই নির্বাচনকে তারা কোন চশমায় দেখবেন আগে সেটা মনস্থির করুক।   

আরও পড়ুন:


২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য ৬০ হাজার মেগাওয়াট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নতুন লুকে পর্দায় ফিরছেন শুভ!


এ সময় জাসদ কেন্দীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুর কাদের, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, জাসদের স্থানীয় নেতা-কর্মীরা  উপস্থিত ছিলেন।   

news24bd.tv নাজিম