৫০ বছর পর জেগে উঠল ক্যানারি দ্বীপের আগ্নেয়গিরি

অনলাইন ডেস্ক

৫০ বছর পর জেগে উঠা স্পেনের ক্যানারি দ্বীপে লা পালমার আগ্নেয়গিরিতে ক্রমাগত লাভা নির্গতের ঘটনায় স্থানীয়দের সরিয়ে নেয়া হচ্ছে।

এ পর্যন্ত ৫ হাজার বাসিন্দাদের সরিয়ে নেয়া হয়েছে। সরিয়ে নেয়া হচ্ছে খামার থেকে পশু পাখিদেরও। বিবিসি জানায়, রোববার লা পালমায় অগ্নুৎপাতের ফলে  লাভা বেরিয়ে আশপাশের জঙ্গল এবং গ্রাম গুলিকে নষ্ট করে  পাহাড় বেয়ে নামছে।

 

র নাম সোহেল আরমান। তিনি ঢাকার ছেলে। পেশায় একজন ব্যবসায়ী।  

আরও পড়ুন:


২০৪১ সালের মধ্যে দেশে বিদ্যুৎ উৎপাদন লক্ষ্য ৬০ হাজার মেগাওয়াট

খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ল

দুর্নীতি ও মানি লন্ডারিং মামলায় ডিআইজি পার্থ গোপাল কারাগারে

নতুন লুকে পর্দায় ফিরছেন শুভ!


অগ্নুৎপাতের ভয়াবহতা দেখতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজও ঘটনাস্থল পরিদর্শনে যান।

দ্বীপটিতে প্রায় ৮০ হাজার বাসিন্দা রয়েছে। এর আগে ১৯৭১ এই দ্বীপপুঞ্জে অগ্নুৎপাত হয়।

news24bd.tv নাজিম