শেষ মুহুর্তের গোলে মান বাঁচালো বার্সেলোনা

শেষ মুহুর্তের গোলে মান বাঁচালো বার্সেলোনা

অনলাইন ডেস্ক

খারাপ সময় পিছু ছাড়ছেনা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে বড় হারের পর, লা লিগায়ও হোঁচট খেয়েছে কাতালোনিয়া ক্লাবটি। ঘরের মাঠ ক্যাম্প ন্যুয়ে পুচকে গ্রানাডার বিপক্ষে শেষ মুহুর্তের গোলে হার এড়িয়েছে রোনাল্ড কোমানের দল। ফলে, ৪ ম্যাচে আট পয়েন্ট নিয়ে টেবিলের সাতে রয়েছে কাতালোনিয়া ক্লাবটি।

লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে ঘরের মাঠ কাম্প ন্যুয়ে তুলনামুলক দুর্বল দল গ্রানাডাকে আতিথ্য দিয়েছিলো ফুটবল ক্লাব বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের বিপক্ষে হারের ক্ষত কাটিয়ে জয়ের ধারায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামা কাতালানরা গোল হজম করে ম্যাচের প্রথম আক্রমনেই। দেড় মিনিটের মাথায় গ্রানাডার নেয়া কর্নার কিক ক্লিয়ার করতে পারেনি বার্সা। বাঁ দিক থেকে স্কুইদেরোর ক্রসে দারুন হেডে ফাঁকা জালে বল পাঠিয়ে স্বাগতিকদের উচ্ছাস ম্লান করে দেন দুয়ার্তে।

এরপর বেশকিছু সময় বার্সার রক্ষণের পরীক্ষা নিতে থাকে গ্রানডার ফরেয়ার্ডরা। কিছু জোড়ালো আক্রমণ শানলেও ভাগ্যের ফেরে গোলের দেখা পায়নি তারা।  সময়ের সাথে সাথে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে থাকে কোমানের শিষ্যরা। বেশ কিছু গোছানো আক্রমণ শানলেও, ভাগ্য দেবী সঙ্গ না দেয়ায় প্রথমার্ধে গোলের দেখা পায়নি। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।  

রও পড়ুন:

যশ-নুসরাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নিখিল!

সারাদেশে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস যে আভাস দিল

রাজ্য সভাপতির পদ হারালেন দিলীপ ঘোষ


দ্বিতীয়ার্ধেও গ্রানাদার ওপর চাপ ধরে রাখে বার্সেলোনা। ৫১ মিনিটে তাদের আক্রমণ সামলাতেই ব্যাস্ত থাকে গ্রানডার রক্ষনভাগ। তবুও গোলের দেখা না পাওয়ায় হারের দিকেই এগুতে থাকে স্বাগতিকরা।   

অবশেষে ম্যাচের শেষ মিনিটে দলের ত্রাণকর্তা হয়ে আসেন রোনল্ড আরাহো। গাভির ক্রসে নিখুঁত হেডে লক্ষ্যভেদ করেন এই উরুগুয়ের ডিফেন্ডার। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। লিগে চার ম্যাচে দু'টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে বার্সেলোনা।   

news24bd.tv রিমু  

এই রকম আরও টপিক