ব্রিটিশ রাজকুমারী বিট্রিসের ঘরে এল কন্যা সন্তান

ব্রিটিশ রাজকুমারী বিট্রিসের ঘরে এল কন্যা সন্তান

অনলাইন ডেস্ক

ব্রিটিশ রাজকুমারী বিট্রিস এবং তার স্বামী এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জির ঘরে এলো এক নতুন অতিথি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন তারা। ফলে ব্রিটিশ রাজপরিবারের ১১তম উত্তরাধিকারিণী যোগ হলো।   

বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের খবরে জানা যায়, গত শনিবার (১৮ সেপ্টেম্বর) চেলসি এবং ওয়েস্টমিনস্টার হাসপাতালে নবজাতকের জন্ম হয়েছে।

   

বার্মিংহাম প্যালেস জানিয়েছে, রাজকুমারী এবং তার কন্যা সন্তান ভালো আছেন। নবজাতকের দাদা-দাদি খুবই আনন্দিত।

বিবিসি জানিয়েছে, ব্রিটিশ রাজপরিবারের ১১তম উত্তরাধিকারী এই নবজাতক এবং রানি দ্বিতীয় এলিজাবেথের ১২তম গ্রেট-গ্র্যান্ডচাইল্ড।

রও পড়ুন:

যশ-নুসরাতকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন নিখিল!

সারাদেশে বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস যে আভাস দিল

রাজ্য সভাপতির পদ হারালেন দিলীপ ঘোষ

শেষ মুহুর্তের গোলে মান বাঁচালো বার্সেলোনা


এক টুইট বার্তায় রাজকুমারী বিট্রিস জানান, আমাদের কন্যার পৃথিবীতে নিরাপদ আগমনের সংবাদ জানাতে পেরে আমরা আনন্দিত।

মিডওয়াইফ টিম এবং হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ।  

প্রসঙ্গত, রাজকুমারী বিট্রিস ইয়র্কের ডিউক এবং ডাচেসের বড় মেয়ে। তিনি গত বছরের জুলাইয়ে ভূমি টাইকুন এদোয়ার্দো ম্যাপেলি মোজ্জিকে বিয়ে করেন।

news24bd.tv রিমু