সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

সিলেটের আম্বরখানা মজুমদাররি এলাকায় ৩১ নম্বর বাসা থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই দুই বোন আত্মহত্যা করেছেন। বাসার ছাদের উপরে গলায় ফাঁস দিয়েছিলেন বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে।

নিহতরা হলেন- ওই এলাকার মৃত কলিমউল্লাহর মেয়ে শেখ রাণী জমিদার (৩৮) ও ফাতেমা বেগম (২৭)।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির এসআই মফিজুল ইসলাম।

তিনি জানান, আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা বাসার ছাদে দুই বোনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর দেওয়া হয় পুলিশে।

ছাদের উপর থাকা পিলারের রডের সাথে ঝুলে গলায় ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছেন।

এসআই মফিজ আরও জানান, আপন চার বোনের মধ্যে একজনের বিয়ে হয়েছে। তিনি যুক্তরাজ্যে থাকেন। বাকিদের বিয়ে হয়নি এখনও।

আরও পড়ুন


প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, ২২ বছরের তরুণীর ধর্ষণ মামলা

ইভ্যালির রাসেল দম্পতিকে আদালতে তোলা হবে আজ

যুক্তরাষ্ট্রের সিনেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা

নোয়াখালীতে ৯ ইউনিয়নে আ.লীগ প্রার্থী ও ৪টিতে বিদ্রোহী প্রার্থীর জয়


মফিজুল ইসলাম আরও বলেন, ‘এই পরিবারের সদস্যদের কিছুটা অ্যাবনরমাল (অপ্রকৃতস্থ, অস্বাভাবিক) মনে হচ্ছে। তারা চাপা স্বভাবের। আত্মীয়স্বজনদের সাথেও তাদের তেমন যোগাযোগ নেই। ’

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাইনুল জাকির বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুই বোন আত্মহত্যা করেছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে পুলিশ।

news24bd.tv এসএম