টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

টঙ্গীতে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

অনলাইন ডেস্ক

গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ট্রেন লাইনচ্যুত হয়। বিমানবন্দর রেলস্টেশনের স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এসময় তিনি জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মালবাহী ট্রেনটি টঙ্গী এলাকায় পৌঁছালে সেটি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

ট্রেন চলাচল স্বাভাবিক করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করলে ট্রেন চলাচল আবার স্বাভাবিক হবে বলেও জানান স্টেশন মাস্টার মো. হালিমুজ্জামান।

news24bd.tv এসএম

আরও পড়ুন


বগুড়ায় যুবকের বস্তাবন্দি লাশ উদ্ধার

সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

প্রেমের ফাঁদে ফেলে শারীরিক সম্পর্ক, ২২ বছরের তরুণীর ধর্ষণ মামলা

ইভ্যালির রাসেল দম্পতিকে আদালতে তোলা হবে আজ