সীমান্তে পানি বাড়লে বাড়ে অস্ত্র কারবারীদের তৎপরতা

Other

সীমান্ত পেরিয়ে আসছে অস্ত্র। নদীতে পানি বাড়লে আরো বাড়ে অস্ত্র কারবারীদের তৎপরতা। এজন্য ব্যবহার করা হয় দেশের ৩০ রুট। অস্ত্র চোরাচালান রোধে বিজিবির সঙ্গে যৌথ অপারেশনের পরিকল্পনা করছে র‌্যাব।

হালনাগাদ করা হচ্ছে অস্ত্র ব্যবসায়ীদের তালিকা।  

দুই প্রতিবেশী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা কৌশলে অবৈধ অস্ত্র ঢোকে বাংলাদেশে। এজন্য ব্যবহার করা হয় স্থল ও জলপথের ৩০টি রুট। সাম্প্রতিক সময়ে অস্ত্রের কয়েকটি চালানের নাগাল পেয়েছে আইন-শৃংঙ্খলাবাহিনী।

নদীতে পানি বাড়লে চক্রটি বেশি তৎপর হয়, বলছে আইন-শৃংঙ্খলাবাহিনী।

সম্প্রতি র‌্যাবের হাতে অস্ত্রের একটি বড় চালান আটক হয়েছে। র‌্যাব বলছে, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর হয়ে এসব অস্ত্র চলে যায় ঢাকায়।

সীমান্ত পেরিয়ে এসব অস্ত্রের চালান আসা বন্ধে বিজিবির সঙ্গে যৌথভাবে অপারেশনের পরিকল্পনা র‌্যাবের। আর পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলছেন, সীমান্তে মূল দায়িত্ব বিজিবির।

আরও পড়ুন:


সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে: বাপ্পী লাহিড়ি


অস্ত্রের চোরাচালান রোধে গডফাদার ও বহনকারীদের তালিকা হালনাগাদ করছে র‌্যাব। আর অস্ত্র চোরাচালানের উদ্বেগজন কোনো তথ্য নেই বলছেন রেঞ্জ ডিআইজি।

অবৈধ অস্ত্রগুলো কয়েক দফা হাত বদলে, বড় শহরগুলোতে পৌঁছায়, মাঝখানে লেনদেন হয় মোটা অঙ্কের টাকা-বলছে আইন-শৃংঙ্খলাবাহিনী।

news24bd.tv নাজিম