সুদানে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়নি

সুদানে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়নি

অনলাইন ডেস্ক

সুদানে একটি অভ্যুত্থান চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়নি।

আল-জাজিরার সূত্রে জানা যায় স্থানীয় সময় মঙ্গলবার ভোরে অভ্যুত্থান চেষ্টাকে ব্যর্থ করা হয়েছে। অভ্যুত্থান ঠেকাতে জনগণকে এর মোকাবিলা করতে হবে বলে রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।


 
দেশটির শাসক পরিষদের একজন সদস্য রয়টার্সকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
 
শাসকদলের এক মুখপাত্র মোহাম্মদ আল ফাকি সুলেমান জানিয়েছেন, সোমবারের অভ্যুত্থানের এ অপচেষ্টায় জড়িত সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ শুরু হওয়ার কথা ছিল এবং সামরিক বাহিনী শিগগিরই একটি বিবৃতি দেবে।


আরও পড়ুন

বঙ্গবন্ধুর নামে জাতিসংঘের বাগানে বেঞ্চ উৎসর্গ


নাম প্রকাশ না করার শর্তে একটি সূত্র এএফপিকে জানিয়েছে, অভ্যুত্থানকারীরা রাজধানী খারতুম থেকে নীল নদের ওপারে ওমদুরমানে রাষ্ট্রীয় রেডিওর নিয়ন্ত্রণ নেওয়ার অপচেষ্টায় জড়িত ছিল।
 
একটি সরকারি সূত্র আল-জাজিরাকে জানায়, সাঁজোয়া যান নিয়ে অভ্যুত্থানের অপ্রচেষ্টাটি ওয়াদি সিডনা এবং ওমদুরমান অঞ্চল থেকে করা হয়েছে।

news24bd.tv/এমি-জান্নাত