লুটপাটের খবর চাপা দিতে সাংবাদিকদের সম্পদের হিসেব চাওয়া হয়েছে: মেজর হাফিজ

লুটপাটের খবর চাপা দিতে সাংবাদিকদের সম্পদের হিসেব চাওয়া হয়েছে: মেজর হাফিজ

Other

বিএনপি’র ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতা আঁকড়ে আছে দেশকে লুটপাট করতে। এই লুটপাটের খবর যাতে চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য সাংবাদিকদের হেনস্থা করতে তাদের সম্পদের হিসেব চাওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় বরিশালের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলায় জামিন পাওয়ার পর আদালত চত্ত্বরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।  

মেজর (অব.) হাফিজ আরও বলেন, সাংবাদিকরা যাতে ভয় পায়, তারা যাতে সত্য তুলে আনার ক্ষেত্রে দ্বিধাগ্রস্থ হয় এ জন্য সাংবাদিকদের উপর দমন নীতি চালাচ্ছে সরকার।

অথচ তাদের নিজেদের সম্পদের হিসেব এখনও দেয়নি তারা।  

বক্তব্য প্রদানের সময় বিএনপি’র যুগ্ম মহাসচিব ও মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

news24bd.tv এসএম

আরও পড়ুন


ইভ্যালির রাসেল আরও একদিনের রিমান্ডে

পিরোজপুরে ট্রাক মালিক-শ্রমিকদের ডাকা ৭২ ঘন্টার ধর্মঘট

বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ইউনিয়ন ও পৌরসভা নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে: কাদের

ডা. জাফরুল্লাহর রিট আবেদন শুনতে অপারগতা হাইকোর্টের