আবাসিক হল খুলছে কৃষি বিশ্ববিদ্যালয়ের

আবাসিক হল খুলছে কৃষি বিশ্ববিদ্যালয়ের

অনলাইন ডেস্ক

মহামারী করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ ছিলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) আবাসিক হল। এবার করোনার সংক্রমণ কমে আসায়  বাকৃবি আবাসিক হল খোলার ঘোষণা দিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে আবাসিক হল খোলার সিদ্ধান্ত নিয়েছে বাকৃবি। তবে ওইদিন শুধু স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা হলে উঠতে পারবেন।

অন্যান্য বর্ষের শিক্ষার্থীরা হলে উঠবেন ৩ অক্টোবর থেকে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর)ডিন কাউন্সিলের আহ্বায়ক ড. এ. কে ফজলুল হক ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ডিন কাউন্সিলের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


 

ফজলুল হক ভূঁইয়া আরও জানান, ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে স্নাতক চতুর্থ বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

শিক্ষার্থীদের হলে থেকেই পরীক্ষায় অংশ নিতে হবে। এ কারণে ২৪ সেপ্টেম্বর চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে। তবে প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য হল খুলে দেওয়া হবে ৩ অক্টোবর।  

news24bd.tv/আলী