বিরিয়ানি খেয়ে ঢাকা মেডিকেলে স্বামী-স্ত্রী!

বিরিয়ানি খেয়ে ঢাকা মেডিকেলে স্বামী-স্ত্রী!

অনলাইন ডেস্ক

রাজধানীতে বিরিয়ানি খেয়ে স্বামী-স্ত্রী অচেতন হয়ে পড়েছে। অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অচেতন স্বামী-স্ত্রী হলেন- ওই বাসার বাড়িটির কেয়ারটেকার জিল্লুর রহমান (৫৫) ও স্ত্রী পারুল বেগম (৫০)। পারুল অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করেন।

তাদের বাড়ি রাজশাহীর দূর্গাপুর উপজেলায়।

জানা গেছে, মঙ্গলবার রাজধানীর আদাবর থানাধীন মুনসুরাবাদ হাউজিং এলাকার একটি বাসায় স্বামী-স্ত্রীকে বিরিয়ানির সঙ্গে চেতনানাশক খাইয়ে অচেতন করেন অজ্ঞান পার্টির সদস্যরা। দুপুর ১টার দিকে মনসুরাবাদ হাউজিংয়ের ৪ নম্বর রোডের ২৫ নম্বর বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।  

বাড়িটির দারোয়ান বশির আহমেদ জানান, স্বামী-স্ত্রী ওই বাড়িটির নিচ তলাতে থাকেন।

৭ বছর ধরে জিল্লুর কেয়ারটেকার হিসেবে ওই বাড়িতে কাজ করেন। আজ দুপুরে বাড়ির গেটের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে তাদের ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের স্টোমাক ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালের মেডিসিন বিভাগে নিয়ে যাওয়া হয়েছে।  


সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে: বাপ্পী লাহিড়ি


 

পারুল বেগম বলেন, ৬ তলার এক ভাড়াটিয়া দুপুরে তাদের এক বক্স বিরিয়ানি দিয়ে যায় খাবার জন্য। তখন স্বামী-স্ত্রী মিলে সেই বিরিয়ানি খায়। এর কিছুক্ষণ পরই দুজনই অসুস্থবোধ শুরু করেন। এক পর্যায়ে অচেতন হয়ে পড়েন তারা। খাওয়ার সময়ই বিরিয়ানি তেতো লেগেছিলো বলে জানান তিনি।

 দিকে এই ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, অচেতন অবস্থায় বিকেলে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের স্টোমাক ওয়াশ করানোর পর মিটফোর্ড হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। ঘটনাটি আদাবর থানা পুলিশকে জানানো হয়েছে। তারা এই বিষয়ে বিস্তারিত জানাবে।

news24bd.tv/আলী