ক্যানারি দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরি: সরিয়ে নেওয়া হয়েছে শত শত লোক

ক্যানারি দ্বীপপুঞ্জ আগ্নেয়গিরি: সরিয়ে নেওয়া হয়েছে শত শত লোক

অনলাইন ডেস্ক

স্প্যানিশ ক্যানারি দ্বীপপুঞ্জের লা পালমায় একটি অগ্ন্যুত্পাতের কারণে কর্তৃপক্ষকে আরেকটি গ্রাম উচ্ছেদ করতে বাধ্য করেছে।  

বিবিস‘র সূত্রে জানা যায়, কুম্বরে ভিয়েজা আগ্নেয়গিরির নতুন ফাটল থেকে লাভা বের হতে শুরু করার পর এল পাসোকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

গত রোববার অগ্ন্যুৎপাত শুরু হওয়ার পর থেকে অনেক মানুষ লাভা থেকে পালিয়ে গেছে।
নতুন বিস্ফোরণ বায়ু খোলার পরপরই চারটি ভূমিকম্প দ্বীপে আঘাত হানে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, লাভা একটি রাসায়নিক বিক্রিয়া ঘটাতে পারে যা বিস্ফোরণ ঘটায় এবং সমুদ্রে পৌঁছলে বিষাক্ত গ্যাস নিঃসরণ করে।

বিশেষজ্ঞরা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার প্রায় ১২ টার দিকে এ লাভা সমুদ্রে পৌঁছবে বলে ধারণা করা হয়। বাসিন্দাদের যে এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে, তা পুলিশ ঘিরে রেখেছে।

ইতিমধ্যে, লাভা আগ্নেয়গিরির পশ্চিমাংশে অগ্রসর হতে থাকে এবং সবকিছু ধ্বংস করে দেয়।


আরও পড়ুন

শিশুকন্যাকে সূচ ফুটিয়ে হত্যা! মৃত্যুদণ্ডের নির্দেশ

পুলিশের পোশাকে টিকটক ভিডিও শেয়ারে নিষেধাজ্ঞা

সুদানে ষড়যন্ত্রকারীদের শনাক্ত করা হয়নি

বঙ্গবন্ধুর নামে জাতিসংঘের বাগানে বেঞ্চ উৎসর্গ


news24bd.tv/এমি-জান্নাত