৬ অক্টোবর বিসিবির নির্বাচন

৬ অক্টোবর বিসিবির নির্বাচন

অনলাইন ডেস্ক

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যনির্বাহী পর্ষদের নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আগামী ৬ অক্টোবর বিসিবি কার্যালয়ের বোর্ড রুমে বিসিবির কার্যনির্বাহী পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাতে বিসিবি’র পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরণ করা একটি বিবৃতিতে এসব তথ্য প্রকাশ করা হয়।

বিবৃতিতে বলা হয়, তিন ক্যাটাগরিতে ২৩টি পরিচালক পদে হবে এই নির্বাচন।

এতে বলা হয়, বুধবার (২১ সেপ্টেম্বর) খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকার ওপর আপত্তি গ্রহণ হবে বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে। বিকেলে হবে শুনানি। একই দিন হবে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।

২৪ ও ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৭ সেপ্টেম্বর দিনভর মনোনয়নপত্র দাখিল করা যাবে।


সিলেটে বাসার ছাদ থেকে আপন দুই বোনের মরদেহ উদ্ধার

ক্ষমতায় থাকছেন ট্রুডো, তবে গঠন করতে হবে সংখ্যালঘু সরকার

মিডিয়া ভুয়া খবর ছড়িয়েছে: বাপ্পী লাহিড়ি


মনোনয়নপত্র বাছাই ও তালিকা প্রকাশ হবে ২৮ সেপ্টেম্বর। আপিল গ্রহণ ও শুনানি ২৯ সেপ্টেম্বর। ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ দুপুর দুইটা। একই দিন পোস্টাল ও ই-ব্যালট প্রেরণ করা হবে।

ছয় অক্টোবর সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। একই দিন প্রাথমিক তালিকা প্রকাশ। পর দিন সাত অক্টোবর বিকেল তিনটায় প্রকাশ হবে চূড়ান্ত ফল।

news24bd.tv/আলী