জাতিসংঘের বৈঠকে এসে করোনা পজিটিভ ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

জাতিসংঘের বৈঠকে এসে করোনা পজিটিভ ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম বৈঠক শুরু হয়েছে। আর এ বৈঠকে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী মার্সেলো কুইরোগা। আর বৈঠকে এসেই করোনা পজিটিভ হলেন তিনি।  

করোনা ধরা পড়া খবরটি এক বিবৃতিতে জানিয়েছে ব্রাজিলের প্রেসিডেন্ট প্রাসাদ।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, প্রেসিডেন্ট জায়ার বলসোনারোর প্রতিনিধি দলের অংশ কুইরোগা। বিবৃতিতে বলা হয়, তিনি ভালো আছে। তবে দলের অন্যদের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

আরও পড়ুন:


পাঁচ বছরে বাংলাদেশকে ১২০০ কোটি ডলার দেবে এডিবি

লোহাগড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিচারের কাঠগড়ায় অং সান সুচি

‘বিসমিল্লাহ’র ফজিলত


এ দিকে কুইরোগা জানান, তিনি নিউইয়র্কে ১৪ দিন নিভৃতবাসে থাকছেন।

দলের অন্য সদস্যদের সঙ্গে যুক্তরাষ্ট্র ছাড়ছেন না।  

news24bd.tv নাজিম