উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার পর ব্যাপক ভূমিধস

উ. কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার পর ব্যাপক ভূমিধস

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক:

উত্তর কোরিয়ার একের পর এক পারমাণবিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষায় আতঙ্কিত পুরো বিশ্ব। গত কয়েকদিন আগে শক্তিশালী হাইড্রোজেন বোমার পরীক্ষা করেছে পিয়ংইয়ং। আর এতে ব্যাপক ভূমিধস ঘটেছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই পরীক্ষার ফলে ব্যাপক ক্ষতি হয়েছে।

এমনকি এর বিস্তারও অনেক বেশি। শক্তিশালী এই হাইড্রোজেন বোমার বিস্ফোরণের পর ভূমিধস ঘটছে ওই অঞ্চলে।
প্রসঙ্গত, প্রাথমিক এই পরীক্ষার পর বিশেষজ্ঞরা জানান, এই হাইড্রোজেন বোমার পরীক্ষার ফলে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে ক্ষয়ক্ষতির বিষয়টি দাবি করেন গবেষক দল।
 

এর আগে, ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়ায় দুটি ভূ-কম্পন অনুভূত হয়। এর একটির মাত্রা ছিল ৬.৩। জাপান ও দক্ষিণ কোরিয়া দাবি করে, এটি কৃত্রিম কম্পন। উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে এ ভূকম্পন অনুভূত হয়েছে। পরে উত্তর কোরিয়াও দাবি করে ষষ্ঠবারের মতো দেশটি সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়েছে।  

এ ব্যাপারে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, পার্বত্য এলাকা পুনগি-রিতে মাটির নিচে পারমাণবিক পরীক্ষাটি চালিয়েছে উত্তর কোরিয়া। ৩৮ নর্থ গ্রুপ যে স্যাটেলাইট ছবিগুলো প্রকাশ করেছে সেগুলোতে দেখা যায়, আগের চেয়ে ‘অনেক বেশিসংখ্যক জায়গায় বিস্তৃতভাবে’ এর প্রভাব পড়েছে।

সম্পর্কিত খবর