শুরু হয়েছে জাতীয় চারুকলা প্রদর্শনীর ২৪তম আসর

Other

শিল্পের বৈভবে শুরু হয়েছে জাতীয় চারুকলা প্রদর্শনী। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার বিভিন্ন গ্যালারি জুড়ে চলছে প্রদর্শনীর ২৪তম আসর। যেখানে প্রায় তিন শতাধিক শিল্পী রং-তুলির আঁচড়ে মেলে ধরেছেন তাদের শিল্পকর্ম।  

স্মৃতি, আবেগ, কল্পনা অথবা ভাবনা।

এসব কিছুর রঙ হয়তো ধূসর। তাইতো শিল্পীর রং-তুলির আঁচড়ে এই অনুভূতিগুলো উদ্ভাসিত হয় রঙিন প্রজাপতি রূপে। শিল্পীত মননে যেই ক্যানভাস নাড়া দেয় মনুষত্ব্যকে, জাগ্রত করে বিবেক।

ক্যানভাস রাঙিয়ে তোলা এমন ৩২৩ জন শিল্পীর ৩৫০টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শীত হচ্ছে জাতীয় চারুকলা প্রদর্শনী।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা বিভিন্ন গ্যালারি জুড়ে  চলছে যার ২৪তম আসর।

রও পড়ুন:

শিরোপা জয়ের আনন্দ উদযাপন বসুন্ধরা কিংসের

নারী ক্ষমতায়নে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের আহ্বান প্রধানমন্ত্রীর

ফ্রান্সের পাশে ইউরোপীয় ইউনিয়ন

৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ৩


প্রদর্শনীর মধ্যে রয়েছে চিত্রকলা, ছাপচিত্র, আলোকচিত্র, ভাস্কর্য, প্রাচ্যকলা , মৃৎশিল্প, কারুশিল্প, গ্রাফিক ডিজাইন, স্থাপনাশিল্প, নিউ মিডিয়া আর্ট ও পারফরমেন্স আর্ট।

২৪ সেপ্টেম্বর সমাপনী আয়োজনের মধ্য দিয়ে শেষ হবে এবারের প্রদর্শনী।  

news24bd.tv রিমু