আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আরও ৮৯ লাখ ডোজ টিকার বরাদ্দ পেল বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

নতুন করে ৮৯ লাখ ডোজ করোনার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ। আর এই টিকা চলতি বছরের শেষ দিকে পাওয়া যাবে- এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।

আজ নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

তিনি লেখেন, কোভ্যাক্স-সুবিধার আওতায় নতুন করে ৭১ লাখ ডোজ ফাইজার ও ১৮ লাখ ডোজ মডার্নার টিকার বরাদ্দ পেয়েছে বাংলাদেশ।

এর মধ্যে প্রথম বরাদ্দটি যুক্তরাষ্ট্রের দান, অন্যটি নিয়মিত কোভ্যাক্স বরাদ্দ।

news24bd.tv

আরও পড়ুন:


পাঁচ বছরে বাংলাদেশকে ১২০০ কোটি ডলার দেবে এডিবি

লোহাগড়ায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

বিচারের কাঠগড়ায় অং সান সুচি

‘বিসমিল্লাহ’র ফজিলত


যুক্তরাষ্ট্র ও কোভ্যাক্সকে ধন্যবাদ জানিয়ে শাহরিয়ার আলম বলেন, নতুন করে বরাদ্দ পাওয়া এই টিকা চলতি বছরের শেষ তিন মাসে বাংলাদেশে আসবে।

একই সময়ের মধ্যে বাংলাদেশ আরও টিকা পাবে বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

news24bd.tv নাজিম