কুষ্টিয়ায় পূজা মণ্ডপে দুর্বৃত্তদের প্রতিমা ভাঙচুর

কুষ্টিয়ায় পূজা মণ্ডপে দুর্বৃত্তদের প্রতিমা ভাঙচুর

Other

কুষ্টিয়ায় একটি পূজা মণ্ডপে দুর্বৃত্তরা রাতের আঁধারে প্রতিমা ভাঙচুরের অভিযোগ উঠেছে। শহরের আড়ুয়াপাড়ার আইকা সংঘ পূজা মণ্ডপে মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

সনাতন ধর্মের মানুষদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে আড়ুয়াপাড়া হেমচন্দ্র লাহিনী লেনের ওই মণ্ডপে প্রতিমা তৈরীর কাজ চলছিল। মঙ্গলবার দিবাগত রাত ৩টার পর মন্ডপ কমিটির লোকজন প্রতিমা ঢেকে রেখে বাড়ি চলে যান।

আজ বুধবার সকাল ৭টার দিকে সুচিত্রা পাল নামের এক মহিলা মণ্ডপের পাশে একটি প্রতিমার মাথা পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা ও মণ্ডপ কমিটির সদস্যরা মণ্ডপে গিয়ে দেখতে পান দুর্গা, লক্ষ্মী, কার্তিক ও অসুর প্রতিমার মাথা সম্পূর্ণ রূপে ভেঙে ফেলা হয়েছে।

পরে কুষ্টিয়া মডেল থানা, সিআইডি ও পিবিআই’র পুলিশ সদস্যরা মণ্ডপ পরিদর্শন করেছেন। তারা পৃথক পৃথক তদন্ত করছেন।

দায়ীদের গ্রেফতারের আশ্বাস দিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নিশিকান্ত সরকার। ঘটনায় সনাতন ধর্ম্বাবলম্বীসহ স্থানীয় সচেতন মহলে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

আরও পড়ুন


কালীগঞ্জে জুটমিলের গার্ডকে বেঁধে ডাকাতি, ১৫-২০ লাখ টাকার ক্যাবল লুট

হৃদয় নিয়ে নাড়াচাড়া করতে পারলেই হলো!

ভাসানটেকে ফুটপাত ও রাস্তা অবৈধ দখলে, যানজট নিত্যসঙ্গী

ই-ভ্যালির প্রতারণায় আস্থা সংকটে গোটা ই-কমার্স খাত


কুষ্টিয়া জেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক তুহিন চাকী জানান, এছাড়া স্বরস্বতীসহ অন্যান্য প্রতিমাগুলোরও ক্ষতি সাধন করা হয়েছে। আগামী ৬ অক্টোবর মহালয়ার মাধ্যমে এ উৎসব শুরু হওয়ার কথা।

স্থানীয় এক পৌর কাউন্সিলরের সাথে এলাকার একটি গোষ্ঠির দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে মনে করছেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতারা।

news24bd.tv এসএম