ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে এটিএম বুথ লুট করে তারা

ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে এটিএম বুথ লুট করে তারা

Other

ভারতীয় সিরিয়াল সিআইডি দেখে এটিএম বুথ লুট করার পরিকল্পনা করে শামিম আহমেদ চক্র। আর প্রযুক্তিগত দিক থেকে দক্ষ হওয়ায় সুকৌশলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথ ভেঙে ২৪ লাখ টাকা নিয়ে যায় তারা।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এমনটাই জানান ডিএমপির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ। এসময় বলেন, সিলেটের ওসমানীনগরে ঘটে যাওয়া এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেফতারের পর এমনটাই জানিয়েছেন তারা।

চলতি মাসের ১২ তারিখ রাত সোয়া তিনটা। সিলেটের ওসমানী নগর থানার শেরপুর এর নতুন বাজার হাজি ইউনুস উল্লাহ মার্কেটের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিচ তলায় থাকা এটিএম বুথের দৃশ্য ঢুকে টাকা লুট করে এই চক্র। ওই বুথে হঠাৎই মুখোশ পরে ঢুকে পড়ে চারজন ডাকাত। জিম্মি করা হয় বুথটির নিরাপত্তারক্ষীকে।

পরিচয় গোপন রাখতে একে একে প্রতিটি সিসিটিভি ক্যামেরা রং দিয়ে নষ্ট করে তারা। বুথ ভেঙে লুট করে ২৪ লাখ টাকা।

আরও পড়ুন


পার্বত্যাঞ্চলে চলছে জুম তোলার ধুম, ভাল ফলনের আশা

গোয়ায় গিয়ে সড়ক দুর্ঘটনায় অভিনেত্রী ও তার প্রেমিকের মৃত্যু

ডেঙ্গু নিয়ন্ত্রণে সফল হয়েছি: মেয়র তাপস

কুষ্টিয়ায় পূজা মন্ডবে দুর্বৃত্তদের প্রতিমা ভাঙচুর


ঘটনার তদন্তে নেমে পুলিশের গোয়েন্দা বিভাগ। ডিএমপির ডিবির যুগ্ন কমিশনার হারুন অর রশিদ জানান, রাজধানী ও হবিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করে, শামীম আহমেদ, নূর মোহাম্মদ ও আব্দুল হালিমকে। উদ্ধার করা হয় লুট হওয়া ১০ লাখ টাকাসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সরঞ্জামাদি।  

তিনি আরও জানান, ভারতীয়  বিভিন্ন চলচ্চিত্র ও সিআইডি অনুষ্ঠান দেখে তারা এই কৌশল রপ্ত এবং উদ্বুদ্ধ হয়।

এই ঘটনায় জড়িত চারজনের মধ্যে একজন এখনো পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।

news24bd.tv এসএম

সম্পর্কিত খবর