বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা

মৌলভীবাজারে আমনে পোকার আক্রমণ

Other

মৌলভীবাজারে আমন রোপনের কিছু দিনের মধ্যেই ধান গাছে মাজরা পোকা ও পাতামোড়ানো কীটপতঙ্গের আক্রমন দেখা দিয়েছে। এতে ফসল বিপর্যয়ের আশঙ্কায় কৃষকরা।  

শস্য উৎপাদনের দিক থেকে মৌলভীবাজারের শীর্ষে রয়েছে আমন ধান। চারা রোপনের পর মাত্র সবুজ হতে শুরু করেছে ফসলী জমি।

তবে মাজরা পোকা আর পাতামোড়ানো কীটপতঙ্গের আক্রমণে বাড়ছে না ধান গাছ। তাই জেলার রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও সদর উপজেলার বিভিন্ন এলাকায় আমন ধানে পোকার আক্রমণ কপালে চিন্তার ভাঁজ ফেলেছে কৃষকদের।

আরও পড়ুন


ছাড়পত্র পেলেন তামিম, খেলতে যাবেন নেপাল

‘শিশুবক্তা’ খ্যাত রফিকুলের হাইকোর্টে জামিন আবেদন

বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত দেবে: পররাষ্ট্রমন্ত্রী

কুয়েত ও সুইডেনের প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার বৈঠক


টানা বৃষ্টিপাতের ফলে কীটনাশক দিয়েও কমানো যাচ্ছে না পোকার আক্রমণ। তবে সাময়িক এই সমস্যায় আতঙ্কিত না হওয়ার পরামর্শ কৃষি বিভাগের।

চলতি মৌসুমে জেলায় আমন আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছে ১ লাক্ষ ১ হাজার ২শ ৩৫ হেক্টর। ইতোমধ্যে ৭০ ভাগ জমিতে শেষ হয়েছে চারা রোপনের কাজ।

NEWS24.TV / কামরুল