এবার রেলপথে কক্সবাজার, সময় জানালেন রেলমন্ত্রী

এবার রেলপথে কক্সবাজার, সময় জানালেন রেলমন্ত্রী

অনলাইন ডেস্ক

ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর দিলেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ট্রেনে বসে প্রকৃতি দেখতে দেখতে কক্সবাজার যাওয়ার ইচ্ছের অপেক্ষার প্রহর কাটছে পর্যটকদের।

রেলমন্ত্রী জানান আগামী বছরের ডিসেম্বরেই রেলপথে কক্সবাজারকে যুক্ত করা হবে। তখন ঢাকা থেকে সরাসরি নিরাপদে রেলে কক্সবাজার যাওয়া যাবে।

আজ বুধবার সাংবাদমাধ্যমকে এ কথা বলেন রেলমন্ত্রী।

আজ মন্ত্রী দোহাজারী-রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে গুনদুম সীমান্ত পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েল গেজ ট্রাক নির্মাণ প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।


আরও পড়ুন

হোয়াটসঅ্যাপ নিয়ে এলো বিশেষ ফিচার

নিজেদের চাহিদা পূরণ হলেই টিকা রপ্তানি করা হবে : ভারতের পররাষ্ট্রসচিব

ইভার গান গাওয়া নিয়ে কী চান নতুন স্বামী?

ই-কমার্স উদ্যোক্তাদের জেলখানায় পাঠিয়ে লাভ নেই: বাণিজ্যমন্ত্রী


তিনি আশা ব্যক্ত করেন, ২০২২ সালের ১৬ ডিসেম্বরে দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত রেললাইন চালু হবে।

করোনার সময় কাজ করতে সমস্যা এবং নির্দিষ্ট সময়ে সরকারি কিছু স্থাপনার জমি পেতে দেরি হয়।

এতে কাজ কিছুটা দেরি হলেও বছরের ডিসেম্বরে রেললাইন উদ্বোধনের জন্য নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রী আরও জানান, ভবিষ্যতে এই রেললাইন ট্রান্স এশিয়ান রেললাইনের সঙ্গে যুক্ত হবে। তিনি বলেন, ভবিষ্যতে মিয়ানমার তাদের অংশ হলে গুনদুম পর্যন্ত রেললাইন নির্মাণ করা হবে।

news24bd.tv/এমি-জান্নাত