বাল্যবিয়ে, বরের বাবার ৪০ হাজার টাকা জরিমানা

বাল্যবিয়ে, বরের বাবার ৪০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

বাল্যবিয়ে দেওয়ার অপরাধে বরের বাবাকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (২২ সেপ্টেম্বর) সকালে ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পূর্ব ধোয়াইর এলাকার মোশারফ হোসেনের ছেলের (২১) সঙ্গে পাশের এলাকা শিলাকোঠা গ্রামের ১৩ বছরের এক ৬ষ্ঠ শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আরও পড়ুন:


পাঁচ বিভাগে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির আশঙ্কা

এই হচ্ছে বিএনপি, আর সব দোষ আওয়ামী লীগের?

রাজপথে নামার আহ্বান মোশাররফ-মান্নার

বাগেরহাটে ৩ ঘণ্টা পর প্লাইউড ফ্যাক্টরির আগুন নিয়ন্ত্রণে


১৪ দিন আগে ছেলে ও মেয়ে পালিয়ে যায়।

পরে বরের বাবা মোশারফ হোসেন মেয়ের পরিবারকে না জানিয়ে তাদের বিয়ে দেন। খবর পেয়ে বুধবার সকালে বর ও কনের বাবাকে হাজির করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি। বাল্যবিবাহ ও এই কাজে সহায়তা করার অপরাধে বাল্যবিয়ে নিরোধ আইনে বরের বাবাকে ভ্রাম্যমাণ আদালতে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি জানান, খবর পেয়ে আমরা বর ও কনের দুই পরিবারকে হাজির করি।

পরে বাল্যবিয়ে নিরোধ আইনে একজনকে জরিমানা করা হয়।

news24bd.tv তৌহিদ