মাদক উদ্ধারে ‌‘অভিযান’ ‘গোলাগুলি’, মাদক কারবারি নিহত

মাদক উদ্ধারে ‌‘অভিযান’ ‘গোলাগুলি’, মাদক কারবারি নিহত

অনলাইন ডেস্ক

কক্সবাজারের উখিয়ায় গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হয়েছেন। জাহাঙ্গীর আলম নামে ওই ব্যক্তি মাদক কারবারি ছিলেন এবং র‌্যাব সদস্যদের সঙ্গে গোলাগুলিতে তিনি মারা গেছেন বলে দাবি র্যাবের।

আরও দাবি করা হয়েছে গোলাগুলির ঘটনা যেখানে ঘটেছে সেখান থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়ার জালিয়াপালং এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে।

আরও পড়ুন:


টাকার অভাবে বাঁচানো গেল না শরীরের বাইরে হৃৎপিণ্ড নিয়ে জন্মানো শিশুটিকে

কিশোরীকে স্বামীর ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে বাইরে পাহারা দেয় স্ত্রী

গাড়িচাপা দেওয়া ইসরাইলি ২ পুলিশের অবস্থা আশঙ্কাজনক

এই হচ্ছে বিএনপি, আর সব দোষ আওয়ামী লীগের?


কক্সবাজার র‍্যাব ১৫-এর অধিনায়ক উইং কমান্ডার আজিম আহমেদ জানান, মাদক উদ্ধারের অভিযানে উখিয়ার জালিয়াপালং এলাকায় গেলে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় মাদক ব্যবসায়ীরা। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। গোলাগুলিতে মাদক কারবারি জাহাঙ্গীর নিহত হয়।

তিনি বলেন, সংঘর্ষের পর মাদক কারবারিরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে একটি অস্ত্র, তিন রাউন্ড গুলি ও ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর