সৌদিতে এক বছরে ৮ লাখ বিদেশি চাকরি হারিয়েছে

সৌদিতে এক বছরে ৮ লাখ বিদেশি চাকরি হারিয়েছে

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মধ্যপ্রাচ্যে বিদেশি শ্রমিকের বড় বাজার সৌদি আরবে গত এক বছরে প্রায় আট লাখ বিদেশি শ্রমিক চাকরি হারিয়েছেন।

মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডিল ইস্ট মনিটর জানিয়েছে, গত বছর থেকে এ বছরের মার্চ পর্যন্ত ১৫ মাসে ৭ লাখ ৮৫ হাজার বিদেশি নাগরিক সৌদি আরবে চাকরি হারিয়েছেন। সৌদি আরবের বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে এসব বিদেশি নাগরিক কাজ করতেন।

জেনারেল অর্গানাইজেশন ফর সোশ্যাল ইন্স্যুরেন্স (জিওএসই) তথ্য দিয়েছে বিদেশি নাগরিকরা সৌদি আরবে চাকরি হারালেও সে স্থান পূরণ করেছে ১০ লাখেরও বেশি সৌদি নাগরিক।


গত দুই বছর ধরে সৌদি সরকার নিজেদের নাগরিকদের কর্মসংস্থানের ওপর জোর দিয়েছে এবং এধরনের সংস্কারের ফলে দেশটিতে বিদেশি নাগরিকদের সংখ্যাও কমতে শুরু করেছে।
সৌদি সরকার ইন্স্যুরেন্স, যোগাযোগ ও পরিবহন খাত থেকে বিদেশি নাগরিকদের পরিবর্তে দেশটির নাগরিকদের কর্মসংস্থানে প্রাধান্য দিচ্ছে।

দেশটিতে বেকারত্ব ১২.৮ ভাগ বৃদ্ধি পেলে এধরনের সিদ্ধান্ত নেয় সৌদি সরকার। এছাড়া আরও ১২টি খাতে সৌদি নাগরিকদের জন্যেই কেবল কাজের সুযোগ সংরক্ষণের ব্যবস্থা চালু হচ্ছে আগামী ১১ সেপ্টেম্বর থেকে।


(নিউজ টোয়েন্টিফোর/কেআই)

সম্পর্কিত খবর