প্রেমিকার আত্মহত্যার প্রতিশোধ নিতে বন্ধুকে খুন(ভিডিও)

Other

প্রেমিকাকে গণধর্ষণের পর আত্মহত্যায় বাধ্য করায় প্রতিশোধ নিতে বন্ধু আল আমিনকে খুন করে ডায়মন্ড। দিনাজপুর থেকে গ্রেফতারের পর সিআইডির কাছে খুনের দায় স্বীকার করেন তিনি। ঢাকায় সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পুলিশ সুপার মুক্তা ধর।  

গেল ৩ সেপ্টেম্বর ফেনী পৌরসভার পশ্চিম বিজয়সিংহ দারপার গ্রামের হাজী ফরিদ মিয়ার টিনশেড কলোনিতে নৃশংসভাবে খুন হন আলামিন।

আল-আমিনকে বাঁচাতে গিয়ে তার বড় ভাই তোফাজ্জল আহত হন। ভুক্তভোগীদের আর্তনাদে এলাকার লোকজন টের পেলে পালিয়ে যান হামলাকারী ডায়মন্ড।  

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


 

ঘটনা ১৯ দিনের মাথায় দিনাজপুর থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত ডায়মন্ডকে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সিআইডিকে ডায়মন্ড জানান, তার প্রেমিকা পপি মণ্ডলকে গণধর্ষণ এবং আত্মহত্যা করতে বাধ্য করে আলামিন।

প্রতিশোধ নিতেই এই হত্যাকাণ্ড।

পপি আসলেই নির্যাতনের শিকার হয়েছিলেন কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান সিআইডির কর্মকর্তা।

এই ঘটনায় আলামিনের চাচা বাদী হয়ে ডায়মন্ডকে একমাত্র আসামি করে ফেনী থানায় মামলা দায়ের করেন।

news24bd.tv/আলী