মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু

ফাইল ছবি

মোটরসাইকেলে শ্বশুরবাড়ি যাওয়ার পথে স্বামী-স্ত্রীর মৃত্যু

অনলাইন ডেস্ক

সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে বনভোজন শেষে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে পাবনায় শ্বশুরবাড়ি যাওয়ার পথে সিরাজগঞ্জের কামারখন্দে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার (২২ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার সীমান্ত বাজার এলাকার এ দুর্ঘটনা ঘটে। এদিকে, দুর্ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছে।

বাস ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে বলেও জানান ট্রাফিক সার্জেন্ট সাইফুল ইসলাম।

নিহতরা হলেন- সৈয়দ আব্দুল্লাহ (৩০) ও কেয়া খাতুন (২১)। তাদের বাড়ি চট্টগ্রামে বলে জানা গেছে।

ট্রাফিক পুলিশের সার্জেন্ট সাইফুল ইসলাম জানান, সুনামগঞ্জের টাংগুয়ার হাওরে বনভোজন শেষে মোটরসাইকেলে করে স্ত্রীকে নিয়ে পাবনায় শ্বশুরবাড়ি যাচ্ছিলেন আব্দুল্লাহ।

পথে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি বাসের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল্লাহ এর মৃত্যু হয়।

আরও পড়ুন:

অবশেষে ব্রিটেনের লাল তালিকা থেকে বাদ পড়ছে বাংলাদেশ

বেড়াতে গিয়ে অতিরিক্ত মদ পানে দুই ছাত্রলীগ কর্মীর মৃত্যু

আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না, জানালেন কৃষিমন্ত্রী

ইভ্যালির সঙ্গে আর সম্পর্ক নেই তাহসানের


 

আহত নারীকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হলে পথে তার মৃত্যু হয়। লাশ দুটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে জানা তিনি।

news24bd.tv/আলী