লালন শাহ সেতুতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

লালন শাহ সেতুতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

কুষ্টিয়ার লালন শাহ সেতুর ওপরে বাসচাপায় মোশাররফ হোসেন (২৪) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

বুধবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত ৯টার দিকে ভেড়ামারা উপজেলার লালন শাহ সেতুর ওপরে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান।  

নিহত মোশাররফ হোসেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে।

তার বাড়ি ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর গ্রামে। মোশাররফ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের শ্রমিক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে মোশাররফ নিজ বাড়ি কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যাচ্ছিলেন। পথে লালন শাহ সেতুর ওপরে পৌঁছালে একটি ডিম বহনকারী নছিমনের (থ্রি হুইলার) সাথে মোটরসাইকেলের ধাক্কা লাগে।

এতে সড়কে ছিটকে পড়েন মোশাররফ।

এ সময় পেছন দিক থেকে আসা একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

news24bd.tv এসএম

আরও পড়ুন


বৃহস্পতিবার ঢাকার যে এলাকায় মার্কেট বন্ধ

মাল্টা চাষে মডেল উজিরপুরের কৃষক শ্যামল, বছরে লাখ টাকা আয়

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!

দল হারলেও মন জিতলেন ‘সুন্দরী সমর্থক’, ছবি ভাইরাল