নরসিংদীতে আখের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে

নরসিংদীতে আখের বাম্পার ফলন, হাসি ফুটেছে কৃষকের মুখে

Other

আবহাওয়া অনুকূলে থাকায় ও রোগবালাই কম হওয়ায় এবার নরসিংদীতে আখের বাম্পার ফলন হয়েছে। বাজারে চাহিদা ও দাম ভালো হওয়ায় কৃষকের মুখে হাসি ফুটেছে। অন্যান্য ফসলের তুলনায় খরচ কম ও অধিক লাভজনক হওয়ায় দিন দিন আখ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।

কৃষি বিভাগ বলছে, এভাবেই কৃষকরা আখ চাষে আগ্রহী হতে থাকলে শিগগিরই দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি করা সম্ভব হবে।

ফলন ভালো হওয়ায় নরসিংদীতে দিন দিন আখের আবাদ বাড়ছে। উৎপাদন খরচ কম ও ভালো দাম পাওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। বিঘাপ্রতি ৩০-৪০ হাজার টাকা খরচ করে আয় করছেন দেড় থেকে দুই লাখ টাকা। এখানকার আখ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী ঢাকাসহ সারাদেশে সরবরাহ করা হয়।

তবে কৃষি বিভাগের পক্ষ থেকে প্রশিক্ষন ও অন্যান্য সহায়তা পেলে উৎপাদন আরো বাড়ানো সম্ভব বলে জানান কৃষকরা।

আকার ভেদে প্রতিটি আখ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৫০ থেকে ১৫০ টাকা পর্যন্ত। ফলে অনেক শিক্ষিত বেকার যুবকরাও আগ্রহী হয়ে উঠছেন আখ চাষে।

আরও পড়ুন


নওগাঁয় সৌরবিদ্যুৎ চালিত পাতকুয়ায় সুফল পাচ্ছে প্রান্তিক চাষীরা

ঝাড়ফুঁকের নাম করে নারীকে ভণ্ড কবিরাজের বারবার ধর্ষণ

চাকরির সুযোগ দিচ্ছে আড়ং

লালন শাহ সেতুতে বাসচাপায় শ্রমিকের মৃত্যু


আখের আবাদ বৃদ্ধির লক্ষে কৃষকদের নানা পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনুকূল আবহাওয়া ও রোগবালাই এর প্রদুর্ভাব কম থাকলে এ জেলায় আখের আবাদ আরো বাড়বে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার ড. মুহাম্মদ মাহবুবুর রশীদ।

চলতি মৌসুমে নরসিংদী জেলায় ১৪০ হেক্টর জমিতে আখের চাষ করা হয়েছে।

news24bd.tv এসএম