পরিবারে বাল্যবিয়ে থাকলে ভিজিডির তালিকায় অন্তর্ভুক্ত না করার সুপারিশ

পরিবারে বাল্যবিয়ে থাকলে ভিজিডির তালিকায় অন্তর্ভুক্ত না করার সুপারিশ

অনলাইন ডেস্ক

ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে পরিবারে বাল্যবিয়ে থাকলে তালিকায় অন্তর্ভুক্ত না করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বুধবার সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির স্থায়ী সভাপতি মেহের আফরোজ চুমকি সভাপতিত্ব করেন। এসময় কমিটির অন্যান্য সদস্য আব্দুল আজিজ, শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম। দুস্থ পরিবার, বিশেষ করে নারীদের জীবনমান উন্নয়নে এ কর্মসূচি নেওয়া হয়েছে। ভিজিডি উপকারভোগী নারীরা মাসে ৩০ কেজি চাল পান। এ ছাড়া সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রশিক্ষণ পান।

রও পড়ুন:

প্রবাসীর জ্যাকেটের হাতায় ২ কোটি টাকার সোনা!

অবশেষে বাদুড়ের মধ্যে মিলল করোনাসদৃশ

লক্ষ্মীপুরে ৪ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা

বিয়ে করছেন সিদ্ধার্থ-কিয়ারা!


দেশের ৪৯৩টি উপজেলার চার হাজার ৫৭৯টি ইউনিয়নে ১০ লাখ ৪০ হাজার নারীকে এ কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হচ্ছে। ২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত মোট ৯১ লাখ ৮০ হাজার নারী ভিজিডি কর্মসূচির চাল পেয়েছেন।

news24bd.tv রিমু   

এই রকম আরও টপিক