'হানি' বা 'সুইটি' ডাকলে চাকরি থাকবে না

'হানি' বা 'সুইটি' ডাকলে চাকরি থাকবে না

অনলাইন ডেস্ক

আপনার পরিচিত কারো অফিসের নারী সহকর্মীকে নিজের দেয়া কোন নাম কিংবা আদরের কোন ডাক দেয়ার অভ্যাস থাকলে তাকে সতর্ক করে দিন। কারণ এই অভ্যাস বিপদ ডেকে আনতে পারে। এমনকি হারাতে হতে পারে চাকরিও।  

এমনই এক ঘটনা ঘটেছে ইংল্যান্ডের ম্যানচেষ্টারে।

মাইক হার্টল নামে ওই ব্যক্তি তার নারী সহকর্মীদেরকে প্রায়ই 'সুইটি', 'হানি', 'বেবস' ইত্যাদি বলতেন। ফলে তার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। আর এই অপরাধে তাকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। খবর আনন্দবাজার পত্রিকার।

মাইক আদালতের দ্বারস্থ হলেও তিনি যা করেছেন তা যে অপরাধের পর্যায়ে পড়ে সেটিই তাকে মনে করিয়ে দেয়া হয়েছে। আদালত জানিয়ে দেয় সংস্থার সিদ্ধান্তই বহাল থাকবে।

রও পড়ুন:

জন্মদিনে সৃজিতের কাছে কী চাইলেন মিথিলা?

বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ প্রথম, ঢাকা তৃতীয়

৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


তবে মাইক কোন খারাপ উদ্দেশ্য নিয়ে ওই নামে ডাকতেন না বলে আদালতে আত্মরক্ষার চেষ্টা করেন। তিনি অভিযোগ করেন তাকে অন্যায়ভাবে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। তিনি শুধু নারীদের নন, পুরুষ সহকর্মীদেরকেও মেট, প্যাল ইত্যাদি বলে ডাকেন। তবে তার কোন কথাই কানে নেয়নি আদালত।

news24bd.tv/ নকিব