মুসলমানদের মহান নেতা কি ঈদের নামাজটাও পড়বেন না?

মুসলমানদের মহান নেতা কি ঈদের নামাজটাও পড়বেন না?

অনলাইন ডেস্ক

একটা পুরনো গল্প বলি। মওলানা আজাদ তখন কংগ্রেস প্রেসিডেন্ট। পাকিস্তান আন্দোলনের তীব্র বিরোধিতা করে চলেছেন। তখন কোলকাতার গড়ের মাঠে ঈদের বিশাল জামাত হতো।

ইমামতি করতেন মওলানা আজাদ। এ উপলক্ষে তাঁর দেয়া খুৎবার খুব প্রভাব পড়তো মুসলমানদের ওপর। মুসলিম লীগ সিদ্ধান্ত নিলো, মওলানা আজাদকে ইমামতি করতে দেয়া হবে না।  

কিন্তু তাদেরও মনে সংশয় ছিল আজাদ-বিহীন গড়ের মাঠের জামাতে লোক হবে কিনা।

লোক সমাগম উৎসাহিত করতে এলান করা হলো, এবার গড়ের মাঠের ঈদের জামাতে খোদ মহম্মদ আলী জিন্নাহ্ শরিক হবেন। এতে কাজ হলো। আগের মতই বিশাল জামাত হলো।  

স্যুট-টাই পরা জিন্নাহ্ সাহেব এলেন। ঈদের জামাতের একপাশে একটা চেয়ার টেনে বসে সুরভিত হাভানা সিগার টানতে লাগলেন। নেতারা বিব্রত। ইন্ডিয়ার মুসলমানদের কায়েদে আযম বা মহান নেতা কি ঈদের নামাজটাও পড়বেন না? 

কিন্তু তাঁকে জিজ্ঞেস করার সাহস উপস্থিত কারুর নেই। ছাত্র-যুবকদের ভয়ডর একটু কম। সেই তরুণ ভলান্টিয়াররা এগিয়ে গেলো। তমিজের সঙ্গে সালাম দিয়ে বিনীত কণ্ঠে প্রশ্ন করলো কায়েদে আযম কি জামাতে শামিল হবেন না?
মাথা নাড়লেন কায়েদ। না, আমিতো নামাজ জানিনা।

- স্যর জানার দরকার নেই। আপনি শুধু ইমামকে ফলো করবেন। তাতেই হবে।
- কিন্তু না জেনে কোনো কিছু অন্ধের মতন অনুসরণের লোক যে আমি নই।
- কিন্তু স্যর হাজার বছর ধরে কোটি কোটি মুসলমান তো এভাবেই ইমামের অনুসরণে নামাজ পড়ে আসছে।
তাঁর সমকালে জগতের অন্যতম সেরা তুখোড় ব্যারিস্টার তীক্ষ্ণ চোখে তাকালেন।
- আচ্ছা, এভাবে নামাজ পড়াটা খুব পূণ্যের কাজ?
- জ্বী স্যর।

রও পড়ুন:

জন্মদিনে সৃজিতের কাছে কী চাইলেন মিথিলা?

বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ প্রথম, ঢাকা তৃতীয়

৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


- তা'হলে শোনো। আমি নামাজ না পড়ে তোমাদের দৃষ্টিতে পাপ করছি। কিন্তু ভারতবর্ষের কোটি কোটি মুসলমান যাতে নিরাপদে নামাজ আদায় করতে পারে, তেমন একটা দেশ তাদের জন্য তৈরির চেষ্টাটা নিশ্চয়ই পাপ নয়।
- না স্যর।
- তা'হলে আমাকে সেই কাজটাই নির্বিঘ্নে করতে দাও এবং পারলে তাতে সহযোগিতা করো।
ফের লম্বা সালাম দিয়ে দ্রুত চারপাশে সটকে পড়লো তরুণ ভলান্টিয়ারের দল।

news24bd.tv/ নকিব