মেসেঞ্জারের মতো হোয়াটসঅ্যাপেও শেষ কখন অনলাইনে ছিলেন সেটা দেখা যায়। তবে তা লুকিয়ে রাখার উপায় এখন অনেকেই জানেন না। অনলাইনে থেকেও অন্যের চোখ এড়ানোর সুবিধা চালু করেছে জনপ্রিয় ম্যাসেজিং অ্যাপস হোয়াটসঅ্যাপ।
এই ক্ষেত্রে অনলাইনে থেকেও অফলাইন মুডের জন্য প্রথমত হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন অপশনটি চালু করতে হবে।
অন্য একটি সহজ উপায়ও রয়েছে। কোনো মেসেজের উত্তর যদি অনলাইন না দেখিয়ে দিতে চান তা হলে ওই মেসেজটি আসার পর প্রথমে ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ করতে হবে। তারপর হোয়াটসঅ্যাপে ঢুকে উত্তর দিতে হবে। হোয়াটসঅ্যাপ থেকে পুরোপুরি বাইরে বেরিয়ে গিয়ে ফের ইন্টারনেট সংযোগ চালু করে দিতে হবে। তা হলে আপনার মেসেজ ঠিক জায়গায় পৌঁছে যাবে কিন্তু আপনাকে অনলাইন দেখাবে না।
news24bd.tv/এমি-জান্নাত