শর্তসাপেক্ষে করোনার বুস্টার ডোজের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

শর্তসাপেক্ষে করোনার বুস্টার ডোজের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ফাইজার টিকার বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে মার্কিন ভ্যাকসিন নিয়ন্ত্রক সংস্থা। এটি ৬৫ বছরের বেশি বয়স্ক যেসব মানুষ ৬ মাস বা এর আগে করোনার টিকা নিয়েছেন তাদের জন্য। বয়স্ক যারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে এবং সম্মুখ সারির যোদ্ধাদের জন্য এই বুস্টার ডোজের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।


আরও পড়ুন

অনলাইনে থেকেও অফলাইনে চ্যাট!


এই অনুমোদনের ফলে প্রায় ১ কোটি মার্কিন নাগরিক বুস্টার ডোজ নেওয়ার উপযুক্ত হয়েছে।

তবে আগে রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) অনুমতি নিতে হবে। সিডিসির স্বতন্ত্র প্যানেল বুধ ও বৃহস্পতিবার বৈঠক করেছে এবং খুব দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে। ঝুঁকিপূর্ণ ও ফ্রন্টলাইনারদের সেক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।

এফডিএ’র প্রতিবেদনে জানানো হয়েছে স্বাস্থ্য সেবা কর্মী, শিক্ষক, ডে কেয়ার কর্মী, মুদি দোকানের কর্মচারি, গৃহহীন কিংবা কারাগারে থাকা ব্যক্তিরা ঝুঁকিপূর্ণ তালিকায় থাকবেন।

এই বুস্টের ডোজের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য একটি বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুস্টার ডোজের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। তবে যারা ফাইজার টিকা গ্রহণ করেছে তারাই শুধুমাত্র বুস্টার টিকা গ্রহণের উপযোগী হবে। অন্যান্য টিকা গ্রহণকারীদের ক্ষেত্রে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।

news24bd.tv/এমি-জান্নাত