ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

ভেসে আসা তিমির ওজন ৩০ হাজার কেজি, দৈর্ঘ্য ৪০ ফুট

অনলাইন ডেস্ক

৪০ ফুট দীর্ঘ এবং ৩০ হাজার কেজি ওজনের বিশালাকার তিমি ভেসে এসেছে ভারতের মুম্বাইয়ের সাগরপাড়ে। এব বড় প্রাণী দেখতে সৈকতে জড়ো হয়েছেন স্থানীয়রা।

আনন্দবাজার পত্রিকার প্রকাশিত হয়েছে এ খবর।

বলা হয়েছে, ভারতের মহারাষ্ট্রের ভাসাই এলাকার সমুদ্র সৈকতে ভেসে এসেছে এই বিশাল তিমি।

দেখতে ভিড় জমিয়েছিলেন সাধারণ মানুষ।

বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, এটি সম্ভবত আরব সাগরের। সম্ভবত আগস্টের মাঝামাঝি এটির মৃত্যু হয়।

আরও পড়ুন: 


চাকরিচ্যুত সংবাদিকদের কাজে ফিরিয়ে নিতে আহ্বান তথ্যমন্ত্রীর

কুয়াকাটা সৈকতে ভেসে এল মৃত ডলফিন

জাফরুল্লাহ এরশাদের দোসর: রিজভী

গুলশান লেকে নৌকাডুবি, যাত্রীরা সাঁতরে উঠে গেল পাড়ে


স্থানীয়রা জানায়, তিমির দেহ কিছুক্ষণ সাগর পাড়ে থাকার পড়েই তা পঁচতে শুরু করে।

তৈরি হয় তীব্র দুর্গন্ধ।

ভারতের প্রশাসনিক কর্মকর্তারা জানান, আকারে বড় তিমিটি কোথাও নিয়ে যাওয়ায় প্রায় অসম্ভব। সে কারণে সৈকতেই পুঁতে দেওয়া হয়। ২৪ ঘণ্টার চেষ্টায় ৫ ফুট গভীর, ৪০ ফুট দীর্ঘ গর্ত খোঁড়া হয়। সেখানেই সমাধি হয় তিমির।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর