মানবতাবিরোধী মামলার আসামি শহীদুল্লাহ ফকির গ্রেপ্তার

মানবতাবিরোধী মামলার আসামি শহীদুল্লাহ ফকির গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শহীদুল্লাহ ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে পুলিশ গ্রেপ্তার করে তাকে আদালতে সোপর্দ করে।

ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কাকনহাটি গ্রামের বাসিন্দা শহীদুল্লাহ ফকির (৭২)। তিনি ওই গ্রামের প্রয়াত মৌলভী কমর উদ্দিন ফকিরের ছেলে।

বাড়ি ঈশ্বরগঞ্জ হলেও তিনি ঢাকার বনানী এলাকায় একটি বাসায় বসবাস করতেন।

রও পড়ুন:


জন্মদিনে সৃজিতের কাছে কী চাইলেন মিথিলা?

বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ প্রথম, ঢাকা তৃতীয়

৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২০২০ সালের ২ নভেম্বর অভিযোগ পড়ে। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি তদন্ত করছে ট্রাইব্যুনাল। গতকাল বৃহস্পতিবার বিকেলে ঈশ্বরগঞ্জ পৌর এলাকার কালীবাড়ি রোড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আবদুল কাদের মিয়া জানান, আটককৃতের বিরুদ্ধে ট্রাইবুনাল থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয় প্রক্রিয়াধীন। আপতত তাকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।

NEWS24.TV / কামরুল