প্রথম চালানে গেল ১০৪ টন

সরকারের বিশেষ অনুমতিতে ভারতে ইলিশ রপ্তানি শুরু

Other

সরকারের বিশেষ অনুমতিতে বুধবার রাত ৮টা পর্যন্ত ১০৪ টন ইলিশ রপ্তানি হয়েছে ভারতে। বুধবার বিকেলে বেনাপোল দিয়ে ইলিশের ট্রাক ভারতে প্রবেশ করে। বাংলাদেশ থেকে দুটি প্রতিষ্ঠান এই পণ্য সরবরাহ করে। আমদানি করে ভারতের এক প্রতিষ্ঠান।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা উপলক্ষ্যে গেল সোমবার ভারতের কাছে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।  

এর আওতায় বাংলাদেশের ৫২ জন রপ্তানিকারক ৪০ টন করে মোট ২ হাজার ৮০ টন ইলিশ পাঠাতে পারবেন ভারতে। এরই অংশ হিসেবে বুধবার প্রথম চালানে ৭টি প্রতিষ্ঠানের ১০৪ মেট্রিক টন ইলিশ ভারতে গেল।

রও পড়ুন:


জন্মদিনে সৃজিতের কাছে কী চাইলেন মিথিলা?

বায়ু দূষণের তালিকায় বাংলাদেশ প্রথম, ঢাকা তৃতীয়

৪৫ মিনিট পর হাসপাতালে অলৌকিকভাবে বেঁচে উঠলেন নারী!

গাড়ি সাইড দেয়ায় ব্যবসায়ীকে মারধর করলেন এমপি রিমন!


২০১২ সালে রপ্তানি বন্ধের পর ২০১৯ সালে দুর্গাপূজার আগে ইলিশ রপ্তানির অনুমতি দেয় সরকার।

এই প্রক্রিয়া দুদেশের সম্পর্ক আরো উন্নত করবে বলে ধারণা সংশ্লিষ্টদের।

ইলিশ রপ্তানির ক্ষেত্রে দ্রুততম সময়ে কাস্টমস ও অন্যান্য কাজ শেষ করা হয় বলে জানান বেনাপোল স্থলবন্দরের কর্মকর্তারা।

আগামী ১০ অক্টোবরের মধ্যে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রপ্তানি শেষ করতে নির্দেশনা রয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের।

NEWS24.TV / কামরুল